বৃষ্টি – টিপু / শাওন মাহমুদ
দিগন্তেরই প্রান্ত ছুঁয়ে হঠাৎ এলো বৃষ্টি
ঝোড়ো হাওয়ার পাগলামিটা লাগছে বড় মিষ্টি
আবীর মাখা ঝুমকো ফুলে বৃষ্টিমেলার খেলা
এমনি করে যাকনা কেটে আজ সারাটা বেলা
আয় আয় বৃষ্টি আমার সুখে আয়
দুঃখগুলো যাক ভেসে আজ মেঘেরই ভেলায়
এখন তুমি বারান্দাতে দেখছো বসে বৃষ্টি
ছিটে ছিটে বৃষ্টি কনার শব্দসুখ মিষ্টি
এসো তুমি তোমায় নিয়ে বৃষ্টিতে আজ ভিজি
তোমার চোখের অতল জলে সুখের সমুদ্র খুঁজি
স্বচ্ছজলে ভেসে আসুক সুখেরই সাত কাহন
দুঃখের মাঝে হোক নাহয় সুখেরই অবগাহন
মনখারাপের সময়গুলো বৃষ্টিতে যাক ভেসে
দুখের সমাপ্তি আজ হোক সৃষ্টির কোল ঘেঁষে
জীবন – টিপু
তোমার সাদা মনের ভেতর একটুখানি কালো দাগ
এঁকে দিলাম তুলি দিয়ে কেউ না যেন বসায় ভাগ
তোমার ডাগর ওই আঁখির মাঝে বাস করে সাগর অতল
নিলাম তুলে এই দুহাত ভরে যত তোমার অশ্রুজল
জীবন শুধু কি হয় সাদা কিছু কালো থাকতে হয়
কালো সাদা মিলেমিশে একটা পুরো জীবন হয়
এই তো আমি নেই তো আমি আসা যাওয়ার এই ভেলায়
একটু তুমি পাশেই থেকো হোক জীবন ছন্দময়
ছন্নছাড়া এই ছন্দপতন আমায় শুধু ঘিরে রয়
রেখেছি সুরে তবু বেঁধে ছন্নছাড়া এ হৃদয়
নাহয় তোমার হাতটা ধরে এগিয়ে যাবো এ পথ
পথের বাঁকে থামল না হয় মিলনেরই স্বপ্নরথ
কেউ যেন না বোঝে তোমায় একা আমি বুঝতে চাই
হৃদয়ে বেঁধেছি তোমার ছবি একা ধরে রাখতে চাই
লুকিয়ে যায় চাঁদ – টি আই অন্তর
লুকিয়ে যায় চাঁদ আমি যখন ধরবো বলে
বাড়াই এই দুটি হাত লুকিয়ে যায় চাঁদ
আমার কেন এমন হয় স্বপ্নগুলো তোমার মত কাছে এসে দূরে রয়
আমার কেন এমন হয় স্বপ্নগুলো তোমার মত কাছে এসে দূরে দূরে রয়
মরে যায় নদী সুখের তীরে ভিড়বো বলে তরী ভাসাই যদি
আমার কেন এমন হয় স্বপ্নগুলো তোমার মত কাছে এসে দূরে রয়
আমার কেন এমন হয় স্বপ্নগুলো তোমার মত কাছে এসে দূরে দূরে রয়
উড়ে যায় পাখী সুখের নীড়ে ভালবেসে আমি যখন ডাকি
আমার কেন এমন হয় স্বপ্নগুলো তোমার মত কাছে এসে দূরে রয়
আমার কেন এমন হয় স্বপ্নগুলো তোমার মত কাছে এসে দূরে দূরে রয়
মাঝি – সংগ্রহ
এলায় ক্যানে বাইছাও বৈঠারে ও নৌকা আউগায়ই আর পাউছায়রে
আরে ছাড়িয়া বৈঠা মারিয়া যাইও রে
আউলা বাওয়ে চিরিয়া যাওরে নাগিন ঢেউওর ফাঁদরে নাগিন ঢেউওর ফাঁদ
মন মজাইয়া মারোরে বৈঠা লাগাও কান্ধত কাঁধরে লাগাও কান্ধত কাঁধ
মন গাছর মহু নৌকারে ও নৌকা পবন গাছর বৈঠারে
আরে ছাড়িয়া বৈঠা মারিয়া যাইও রে
বাউরি বাতাশত মারিও বৈঠা নাই আসমানত চাঁদরে নাই আসমানত চাঁদ
আন্ধার রাইতত বাইছাও যাওরে
ভাইঙ্গা ঢেউওর বাঁধরে ভাইঙ্গা ঢেউওর বাঁধ
মন গাছর মহু নৌকারে ও নৌকা পবন গাছর বৈঠারে
আরে ছাড়িয়া বৈঠা মারিয়া যাইও রে
অচেনা মানুষ – টিপু
চেনা মানুষেরই ভিড়ে তোমায় আজো খুঁজে ফিরি বারে বারে
অসহায় আমি অসহায় মন ফেলে গ্যাছো অবহেলা ভরে
আলোকিত দিন দ্বিধা ভরা রাত হৃদয়েরই ফাঁকে
অভিলাষী ক্ষণ অভিমানী মন স্মৃতি পিছু ডাকে
নিঃস্ব এ আমি তোমারি কারনে তবু হৃদয়ে আছো অনুরনে
দিশেহারা আমি তোমারি বিহনে আজো ছুঁয়ে যাও শয়নে স্বপনে
পুড়ে গ্যাছে এ মন বিরহ অনলে ভেসে গ্যাছে সুখ দুখের আঁখিজলে
ফিরে ফিরে যে যাই ভুল দরজাতে ফিরে পেতে চাই হারানো তোমাকে
অনেকদিনের তুমি – টিপু
সে যে আমার অনেক জানাশোনা
চির চেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা অনেক ভালবাসি
সাগর তলে যেন মুক্তো রাশি রাশি
কথায় গাঁথা মালায় মাতাল করা হাসি তাইতো কাছে আসি
সাগরেরই জলটা ছুঁয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেব
সে যে নতুন দিনের সৃষ্টির আহ্বান হৃদয়মাঝে সুর মেলানো নতুন কোন গান
আগমনী আশীর্বাদের নতুন কোন ভোর তার স্পর্শেই কেটে যে যায় কুয়াশার প্রহর
প্রভাতেরই আলোর মাঝে তোমায় খুঁজে নেবো গভীর ভালোবাসারই হাতটা বাড়িয়ে দেব
সে যে জোছনা রাতের অবাক করা চাঁদ দুরন্ত বুকের মাঝে দুরু দুরু আহ্লাদ
দূর নীলিমার মিটিমিটি নক্ষত্র আলো আলতো আলো ছায়া তারে বেসেছে ভালো
আকাশ পানে হাত বাড়িয়ে তোমায় ডেকে নেবো অনেক গভীর ভালোবাসার হাত বাড়িয়ে দেব
অভিমান – শান্তনু
বলছি তোমার অভিমান রেখোনা রেখোনা
সেই চেনা পথে কেন তুমি আর এলেনা এলেনা
আমিতো তোমার কাছে হার মেনেছি অভিযোগ জানিয়েতো চিঠি লিখিনি
দুঃখ পেতে পারো তাই ভেবেই অমন করে কোন কথা বলিনি
তবে কেন তুমি আজো ফিরে এলেনা এলেনা
আজো তোমার পথ চেয়ে চেয়ে পুরনো স্মিতিগুলো ধরে রেখেছি
তোমার আশায় শুধু স্বপ্নবুনি এখনো তোমায় ভেবে প্রহরগুনি
তবে কেন তুমি আজো ফিরে এলেনা এলেনা
সংশয় – মোস্তফা মাহমুদ
কে বলেছে হাত ছোঁবোনা ভালবাসতে ভয়
হাতটা ধরে বাঁচবো বলেই হাজারটা সংশয়
ছুটছি তোমার ভেতর বাহির নদী যেমন বয়
হাতটা ধরে বাঁচবো বলেই হাজারটা সংশয়
দুহাত ভরে এই যে দিলাম স্বপ্নগুলো ধরো
তুমি ছাড়া শূন্য আমি মূল্য কি আর বড়
কাছে থাকার গান গেয়ে যাই অন্যকিছু নয়
হাতটা ধরে বাঁচবো বলেই হাজারটা সংশয়
এক ঘরে হোক লুকোচুরি সকল লেনাদেনা
চোখের নীলে চোখ পরে থাক চলুক বেচাকেনা
এমন করে ভাবি বলেই মনটা উদাস রয়
হাতটা ধরে বাঁচবো বলেই হাজারটা সংশয়
তোমায় নিয়ে
তোমায় নিয়ে ঘর বানাবো ঐ আকাশে
রঙধনু রঙ ছড়িয়ে যাবো ভালবেসে
স্বপ্ন উড়িয়ে দিয়ে দূর অজানায় কোন ভাবনায়
ঐ দূর আকাশে স্বপ্নতারাদের কথামালায়
ছুঁয়ে দ্যাখো ঐ নীলিমায় মেঘেদেরই ঐ সীমানায়
ভালবাসা বুঝে নিও গভীরতার এই মমতায়
স্বপ্ন উড়িয়ে দিয়ে দূর অজানায় কোন ভাবনায়
ঐ দূর আকাশে স্বপ্নতারাদের কথামালায়
জমে আছে এ হৃদয়ে স্বপ্নস্নাত শিশিরের জল
এই দুচোখে খুঁজে দ্যাখো ভালবাসা ঝরে অবিরল
স্বপ্ন উড়িয়ে দিয়ে দূর অজানায় কোন ভাবনায়
ঐ দূর আকাশে স্বপ্নতারাদের কথামালায়