আড়ি – জাহিদ আকবর

চাঁদটা নিয়ে হাতের মুঠোয় / যাবো তোমার বাড়ি

কেটে যাবে সব অভিমান / তোমার অবুঝ আড়ি

ঘরটা জুড়ে জ্যোৎস্না প্রদীপ / রাখবো সারি সারি

ভাঙবে কিনা এবার বল তোমার নীরব আড়ি

বুকের খামে তোমার জন্নে / সবুজ প্রেমের চিঠি

দুচোখ দিয়ে আনবো বুনে নকশী আঁকা তিথি

ঘরটা জুড়ে জ্যোৎস্না প্রদীপ / রাখবো সারি সারি

ভাঙবে কিনা এবার বল তোমার নীরব আড়ি

মনের কাছে তোমার জন্নে / অনেক সুখের তুলী

খুব যতনে দেবো মুছে / অবুঝ সেই ভুলগুলি

ঘরটা জুড়ে জ্যোৎস্না প্রদীপ / রাখবো সারি সারি

ভাঙবে কিনা এবার বল তোমার নীরব আড়ি


এইবার শেষ হোক – শাওন মাহমুদ / টিপু

শেষবার এসো  হাতে হাত রাখি  শেষ কথা হোক  বসে মুখোমুখি

শেষবার এই  চোখে রাখো চোখ  ভুলে যেতে দাও আগামীর শোক

এইবার শেষ হোক  সব জানাজানি

ভুলগুলো সব তুমি  জানো আমি জানি

এইবার শেষ হোক এই পথচলা

বুকে জমে থাক না বলা  সেই কথামালা

এইবার ভুলে যাও  এই আমাকে

ভুলে যেতে দাও চেনা  সেই তোমাকে

শেষবার ছুঁয়ে যাও এই আমাকে  ভুল যত পড়ে থাক স্মিতির বাঁকে

চেনা সুরে চেনা গানে  আর বেঁধো না

চির চেনা এ আমায়  করো অচেনা

আড়ালেই থাক যত বেদনা বিধুর  আড়ালেই পড়ে থাক  চির চেনা সুর


এতটা রাত – টি আই অন্তর

এতটা রাত জেগে আমি   দেখিনি শুকতারা

এতটা পথ হেঁটে আমি এখনো পথহারা

** এতটা আঁধার ভেঙ্গে এসে দেখিনি সূর্যোদয়

এতটা ভালোবাসার পরেও তুমি আমার নয় **

 

কতোটা মেঘ জমলে বুকে  বৃষ্টি নামে চোখে

কতটা আলো হারালে মন  আঁধারে যায় ঢেকে

আর কতটা বাসলে ভালো  হতে না আর অন্য কারো

কতটা ঝড় উঠলে বুকে কষ্ট চারিদিকে

কতটা বিষাদ ছুঁয়ে গেলে  মন হারায় নিজেকে

আর কতটা বাসলে ভালো হতে না আর অন্য কারো


বাংলাদেশ – জাহিদ আকবর

তুমি / সবুজ শাড়ি লাল টিপ / আমার প্রিয় নাকফুল

তুমি / লাজুক ঠোঁটের মিষ্টি হাসি / সারাক্ষণ রাখো ব্যাকুল

তুমি / শান বাঁধানো পুকুর ঘাঁটে / প্রান্তর ছুঁয়ে যাওয়া রাত

তুমি / কাজল কালো দীঘির জল / মনের মাঝে অবিরল

তুমি শুরু থেকে শেষের পথে / মন ছোঁয়া সুরের আবেশ

বুকের মাঝে অনেক কাছে / আমার বাংলাদেশ

তুমি শুরু থেকে শেষের পথে / মন ছোঁয়া সুরের আবেশ

বুকের মাঝে অনেক কাছে / আমার বাংলাদেশ

 

তুমি / মায়ের হাতের গরম ভাত / মমতায় ছুঁয়ে দেয়া হাত

তুমি / প্রেয়সীর দেয়া প্রথম চিঠি / কোন এক আবেগি তিথি

তুমি / জোছনা পায়ে চাঁদের নুপুর / দু চোখের মাতাল দুপুর

তুমি / যতই দূরে থাকো / আছো হয়ে মনেরই সুর


ইচ্ছের ডাকাডাকি – জাহিদ আকবর

অভিমানের নীল কুয়াসা / উড়িয়ে দাও রোদ্দুরে

চোখের ভেতর মেঘলা বিষাদ / ঝড়িয়ে দাও টুপ করে

ভালোবাসো হৃদয় খুলে / দুঃখ সুখের দোলায় দুলে

*** স্বপ্নকে বুকে রাখি / ইচ্ছের ডাকাডাকি

মনের দুয়ার খুলে / পথ চেয়ে শুধু থাকি ***

স্বপ্নগুলো / ঝরাপাতা / উড়ে উড়ে যায় / উড়ে উড়ে যায়

কান্না মেঘে / দুচোখ ঢাকা / ঘুমের দেখা নাই / ঘুমের দেখা নাই

একলা কাঁদি চুপিসারে / দুঃখ সুখের অভিসারে ***

ফিরে এসো এ শূন্যতায় / মনের কবিতায় / মনের কবিতায়

তোমায় ভেবে একটা কবি / কাব্য লিখে যায় / কাব্য লিখে যায়

অভিমানী সুরে সুরে / ফিরে এসো সুখের নীড়ে ***


খেলার ছলে- আসিফ মাহমুদ

তুমি খেলার ছলে / মনটা ভেঙ্গে দিলে / ছলনায়

আবার ফিরে আসবে ভেবে / ভুলিনি তোমায়

ভুল করেছি / ভুল না বুঝে / তোমায় বারেবার

ভুলের মাঝে সুখের / পাখি হোল যাযাবর

অনুভবের দেয়াল জুড়ে / তোমার প্রতিচ্ছবি

ভেবেছিলাম তোমায় পেয়ে / শুদ্ধ হবে সবই

ভুল করেছি / ভুল না বুঝে / তোমায় বারেবার

ভুলের মাঝে সুখের / পাখি হোল যাযাবর

তোমায় ঘিরেই চাওয়া যত / সকল অধিকার

ভেবেছিলাম স্বপ্ন দেবে / দুহাতে অপার

ভুল করেছি / ভুল না বুঝে / তোমায় বারেবার

ভুলের মাঝে সুখের / পাখি হোল যাযাবর