চিহ্ন

হারাতে হারাতে কিছুই তো নেই

কি আর দেবো / তোমায় বলো / তোমায় বলো

নিভে গ্যাছে দেয়ালি একে একে

মুছে গ্যাছে / স্বপ্ন গুলো / স্বপ্ন গুলো

হৃদয় জুড়ে / রয়ে গ্যাছে / শুধু তোমার / চিহ্নগুলো / চিহ্নগুলো

তারা বোনা রাত সোনালী প্রভাত ধুলোয় ধূসর স্মিতির পাতা

কোলাহল শেষে জমেছে বুকে / এক আকাশ নিরবতা

হৃদয় জুড়ে / রয়ে গ্যাছে / শুধু তোমার / চিহ্নগুলো / চিহ্নগুলো

থমকে আছে বিবর্ণ এ রাত তোমাকে পাবার প্রতিক্ষাতে

রজনী শেষে এসেছে প্রভাত / এখনো আছি অপেক্ষাতে

হৃদয় জুড়ে / রয়ে গ্যাছে / শুধু তোমার / চিহ্নগুলো / চিহ্নগুলো


অপেক্ষায় থেকো – টি আই অন্তর

অপেক্ষায় থেকো / বৃষ্টি হয়ে নামবো আমি / আঁচল পেতে রেখো

অপেক্ষায় থেকো / রোদ্দুর হয়ে আসব আমি / মুঠো খুলে রেখো

চোখের তারায় স্বপ্ন এঁকো / স্বপ্নের রঙ স্বপ্নে মেখো / অপেক্ষায় থেকো

অপেক্ষায় থেকো / অভিমানী মন হারানো / দূর আকাশ পানে

অপেক্ষায় থেকো / সকাল বেলার আলশেমিতে / সুখ পাখির গানে

চোখের তারায় স্বপ্ন এঁকো / স্বপ্নের রঙ স্বপ্নে মেখো / অপেক্ষায় থেকো

অপেক্ষায় থেকো / গোধূলির মন উদাসী আলো আঁধারে

অপেক্ষায় থেকো / ভালবাসার সুখ পিয়াসী / জল নদীর ধারে

চোখের তারায় স্বপ্ন এঁকো / স্বপ্নের রঙ স্বপ্নে মেখো / অপেক্ষায় থেকো


শেষ বিকেলের আলো – আশরাফ বাবু

তুমি আমার হারিয়ে যাওয়া / শেষ বিকেলের আলো

তুমি আমার হারিয়ে যাওয়া / শেষ বিকেলের আলো

তোমার কথা মনে হলে / তোমার কথা মনে হলে

মন করে টলোমলো

তুমি তখন চুল উড়িয়ে / রোদ্দুরে দাঁড়াতে

পাগলা হাওয়ার মাতন দোলায় / নিজেকে হারাতে

আমার এ মন উড়নচণ্ডী / আমার এ মন উড়নচণ্ডী

ভালবেসেছিল

তোমার চোখে স্বপ্ন ছিল / আমার ছিল আশা

মেঘে মেঘে বেলা গেল / কোথায় ভালবাসা

সাদা কালো স্মৃতি গুলো / সাদা কালো স্মৃতি গুলো

হারিয়ে কোথায় গেলো


তোমার আমার মন 

তোমার আমার মন / শেষ বিকেলের আলো ছায়ার নিবিড় আলিঙ্গন

তোমার আমার মন / ঘাস ফড়িঙের লুটোপুটি সুখের শিহরণ

কেউ জানে না কবে কখন / দুটি মনের লেনাদেনায়

ডুবে গেছি শুধু দুজন

তোমার আমার মন / নদীর বুকে সূর্য ডোবা রঙের আবরন

তোমার আমার মন / দিনের শেষে ঘরে ফেরা পাখিদের গুঞ্জন

কেউ জানে না কবে কখন / দুটি মনের লেনাদেনায়

ডুবে গেছি শুধু দুজন

তোমার আমার মন / রাতের আকাশ তারায় তারায় মিষ্টি আলাপন

তোমার আমার মন / সারা নিশি চোখের পাতায় স্বপ্নেরই বুনন

কেউ জানে না কবে কখন / দুটি মনের লেনাদেনায়

ডুবে গেছি শুধু দুজন


তোমার পিছু ডাকা – প্রিন্স মাহমুদ

ভালবাসা যেন তোমার কাছে আসা / ভালবাসা যেন মনের কিছু ভাষা

একাকী গোপনে অজানা কারনে / তোমাকেই ত ভাললাগা

তোমার পিছু ডাকা / শুধু তোমার পিছু ডাকা

ভালবাসা দুটি হৃদয় তুমি আমি / ভালবাসা দুটি মনের পাগলামি

একাকী গোপনে অজানা কারনে / তোমাকেই ত ভাললাগা

তোমার পিছু ডাকা / শুধু তোমার পিছু ডাকা

অজানা টানেতে শুধু ছুটে চলা / রাতেরি প্রহরে একা কথা বলা

অজানা টানেতে শুধু ছুটে চলা / রাতেরি প্রহরে একা কথা বলা

তুমিহীন লাগে যে ফাঁকা / তোমার পিছু ডাকা / শুধু তোমার পিছু ডাকা

হৃদয়ে জড়ানো কিছু অনুভবে / কাটে যে এ সময় শুধু ভেবে ভেবে

হৃদয়ে জড়ানো কিছু অনুভবে / কাটে যে এ সময় শুধু ভেবে ভেবে

তবুও লাগে যে একা / তোমার পিছু ডাকা / শুধু তোমার পিছু ডাকা