সেই তুমি
আমারি আছো সেই সে তুমি / বুকেরই মাঝে আছো সেই তুমি
হৃদয় ছোঁয়া ভালবাসায় / আছো সকল ব্যাথা আর কথায়
সেই তুমি / সেই তুমি / হৃদয়ে জুড়ে আছো সেই তুমি
স্নিগ্ধ ভোরের শিশির কনায় / মিশে আছ শুধু সেই তুমি
নিঃসঙ্গ রাতে সোনালি স্বপ্নে / তোমারি কথা ভাবি আনমনে
সেই তুমি / সেই তুমি / হৃদয়ে জুড়ে আছো সেই তুমি
তুমি যতই দূরে যাও / তুমি যতই ব্যাথা দাও / আছো আমারি /সেই তুমি
তুমি আছো দীর্ঘশ্বাসে / আছো আমার সব বিশ্বাসে
আমারি সুখে আমারি দুঃখে / তুমি আছো শুধু এই বুকে
সেই তুমি / সেই তুমি / বুকেরি মাঝে আছো সেই তুমি
স্নিগ্ধ ভোরের শিশির কনায় / মিশে আছ শুধু সেই তুমি
নিঃসঙ্গ রাতে সোনালি স্বপ্নে / তোমারি কথা ভাবি আনমনে
সেই তুমি / সেই তুমি / হৃদয়ে জুড়ে আছো সেই তুমি
সেই তুমি / সেই তুমি / শিশিরে মিশে আছো সেই তুমি
স্বপ্নচারিনি
স্বপ্নে বেঁধে গ্যাছো / কোনো স্বপ্নচারিনি
বিষণ্ণ একাকী আমি / তবু ভুলতে পারিনি
তোমারি দূরে দূরে থাকা / আমি সইতে পারিনি
ফেরারি সুখ হয়ে / তুমি ছিলে
জানিনা কি তুমি / আমায় দিলে
বুকেরি অনুভূতিগুলো / তুমি বুঝতে পারনি
পারিনি তোমাকে / আর ফেরাতে
ফিরেছি এই আমি / শুন্য হাতে
দুচোখের স্বপ্ন তুমি / তুমি স্বপ্নচারিনি
স্বপ্নগুলো
যখনি দুঃখ গুলো সুখ হতে চায় / ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়
সুখ যত ছিল এ হৃদয় গভীরে / অবহেলা দিয়ে তুমি নিয়েছ কেড়ে
তোমাকে ঘিরে আমার স্বপ্ন ছিল / আশা ভালবাসা ছিল
স্বপ্নগুলো ………… হোল এলোমেলো
স্বপ্নগুলো ………… হোল এলোমেলো
লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলেনা / এক জীবনে সুখী হয় বল কজনা
সুখ সেতো কাঁটা ঘেরা ফুলেরই মালা / ভালবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
কি করে ভুলেছ তুমি এই আমাকে / ভুলিনি আমি তোমাকে
স্বপ্নগুলো ………… কেন এলোমেলো
স্বপ্নগুলো ………… কেন এলোমেলো
তোমায় বুকে ধরে আমি হয়েছি উদাসী / কতনা স্বপ্ন এ মন দেখেছে
তোমাকে ছাড়া আমি আজো রয়েছি একাকী / বিরহ মেঘেরা আকাশ ছেয়েছে
লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলেনা / এক জীবনে সুখী হয় বল কজনা
সুখ সেতো কাঁটা ঘেরা ফুলেরই মালা / ভালবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
সুখ যত ছিল এ হৃদয় গভীরে / অবহেলা দিয়ে তুমি নিয়েছ কেড়ে
কি করে ভুলেছ তুমি এই আমাকে / ভুলিনি আমি তোমাকে
স্বপ্নগুলো ………… হোল এলোমেলো
স্বপ্নগুলো ………… হোল এলোমেলো
তোমায় বুকে ধরে আমি হয়েছি উদাসী / কতনা স্বপ্ন এ মন দেখেছে
তোমাকে ছাড়া আমি আজো রয়েছি একাকী / বিরহ মেঘেরা আকাশ ছেয়েছে
সুখ সেতো কাঁটা ঘেরা ফুলেরই মালা / ভালবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
তোমাকে ঘিরে আমার স্বপ্ন ছিল / আশা ভালবাসা ছিল
স্বপ্নগুলো ………… কেন এলোমেলো / স্বপ্নগুলো ………… হায় স্বপ্নগুলো………
Sunshine
তুমি অকারনে এই মনে ব্যাথা দিওনা / ভালবাসি এত তবু কেন বোঝনা
যদি যাও দূরে বহুদুরে ভুলে থেকোনা / ভালবাসা মিছে আশা শুধু ছলনা
তবু সব বাঁধা ভেঙ্গে শুধু তোমাকেই চাই / তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই / বারে বারে ফিরে আসি যদি ফিরে পাই তাই
you are my sunshine yeah / my only sunshine right
you make me happy / when skies are grey
you never know dear / how much I love you
please don’t take my sunshine away
তবু ইচ্ছেগুলো শুধু তোমাকে খোঁজে / বুকে সাগরের ঢেউ তোমাকে বোঝে
আর প্রতিদিন প্রতিরাতে প্রতিটি কাজে / তুমি আছো প্রতিক্ষণে বুকেরি মাঝে
ভাবি শুধু কবে তুমি আসবে কাছে / শূন্য ভুবনে মোর জোছনা মাঝে
আমি তোমার চোখের মাঝে স্বপ্ন খুঁজি / অচেনা ভুবনে শুধু তোমাকে বুঝি তাই
you are my sunshine yeah / my only sunshine right
you make me happy / when skies are grey
you never know dear / how much I love you
please don’t take my sunshine away
তুমি অভিমান করে দূরে সরে যেওনা / ভালবাসি এত তবু কেন বোঝনা
যদি যাও দূরে বহুদুরে ভুলে থেকোনা / ভালবাসা মিছে আশা শুধু ছলনা
তবু সব বাঁধা ভেঙ্গে শুধু তোমাকেই চাই / তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই / বারে বারে ফিরে আসি যদি ফিরে পাই তাই
you are my sunshine yeah / my only sunshine right
you make me happy / when skies are grey
you never know dear / how much I love you
please don’t take my sunshine away